স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় দক্ষিন কোরিয়া আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিষদ দক্ষিন কোরিয়া শাখার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।
১৫ ই অাগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগষ্ট নিহতের সরনে দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিন কোরিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরশাদ আলম ভিকি।
কোরিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল করিম সুইটের পরিচালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় আন্তজার্তিক সম্পাদক আবু বকর সিদ্দিক, ইকরাম ফরাজী, সহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথি জাহাঙ্গীর ফরাজী তার বক্তব্যে বলেন পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন মনে প্রানে মুজিব আদর্শ ধারন করি। আজকে ব্যবসায়ীক কাজে কোরিয়া আসলেও আগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী।
বঙ্গবন্ধু কোন দলের না বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। যিনি জন্ম না নিলে স্বাধীন দেশ পেতাম না সেই জাতির পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হলে ঐক্যবদ্ধ ভাবে দেশে এবং প্রবাসে সবাইকে কাজ করতে হবে। শেখ হাসিনার প্রয়োজনে নয় বাংলাদেশের উন্নয়নের প্রয়োজনে তাকে আবারো প্রধানমন্ত্রী দরকার।
সভার শুরুতে নিহতের সরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।