বিএনপি মনোনয়ন প্রত্যাশী তমিজ উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সকল জল্পনা কল্পনা শেষে, নির্বাচন কমিশনের শুনানিতে মনোনয়নের বৈধতা পেয়েছেন ঢাকা-২০ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তমিজ উদ্দিন।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইসি ভবনে অবস্থিত ট্রায়াল রুমে শুনানি শুরু হয়। শুনানিতে মনোনয়নের বৈধতা পান তিনি। ধামরাই উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার পদত্যাগপত্র তাৎক্ষনিক গৃহীত না হওয়ায় বাছাই পর্বে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে অাপিল করার পর মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনপত্র জমা দেয়ার পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি।