সময় নিউজ ডেস্ক: মো: সোহেল রানা কে সভাপতি ও মো: শহিদুল ইসলাম কে সাধারন সম্পাদক করে ৭৭ সদস্যের এক কমিটি গঠন করেছে ঢাকাস্থ চরভদ্রাসন উপজেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এক বছর মেয়াদে এ কমিটি গঠিত হয়।
জানা যায় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ঢাকাস্থ চরভদ্রাসন উপজেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে আসছে। ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত চরভদ্রাসনের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠনটি চরভদ্রাসন আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, জে এস সি ও এস এস সি মডেল টেস্ট গ্রহন, মেধা বৃত্তি প্রদান, বন্যর্তদের সহায়তা করার পাশাপাশি বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে আসছে।