রাজিউল হাসান পলাশ : “ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অফ ধামরাই” এর ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সভা অনুষ্ঠিত, গত ২৪-০৮-২০১৮ তারিখ রোজ শুক্রবার ধামরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সভাটি। এই সভায় আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই এর চিকিৎসকবৃন্দ, ১৫ টি মেডিকেল কলেজে অধ্যয়নরত ধামরাই এর শিক্ষার্থীবৃন্দ এবং ইন্টার্ন চিকিৎসক বৃন্দ। সকাল ৯ টায় অনুষ্ঠান কার্যক্রম শুরু হয় এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ডাঃ ফায়েদ জসিম বিন শান্ত কে সভাপতি ডাঃ শহিদুল ইসলাম শহিদ কে সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলম কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সকলের প্রত্যাশা নতুন কমিটি ধামরাই এর চিকিৎসক সমাজকে একত্রিত করতে ও ধামরাইবাসীর সুচিকিিৎসা নিশ্চিত করতে এই এসোসিয়েশনকে আরো শক্তিশালী করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাংগীর আলম সকলের সহযোগিতা কামনা করেন এবং দেশের বিভিন্ন প্রান্তে থাকা ধামরাই এর চিকিৎসক ও অধ্যয়নরত যারা এখনো এসোসিয়েশান এর সাথে যুক্ত হননি তাদের যুক্ত হওয়ার অনুরোধ জানান।