জার্মানির বার্লিনে আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য ইউরোপের বিভিন্ন দেশের বিএনপির শীর্ষ নেতাদের সভায় যোগ দিতে ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বার্লিনে যাচ্ছেন।
আজ রাত ৯টায় বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক কামরুজ্জামান রতন জার্মানির উদ্দেশে রোম ত্যাগ করেন। এর আগেই ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বার্লিন গিয়ে পৌচ্ছেন।
হাজী আব্দুর রাজ্জাক বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয় হবে না। আমরা ইউরোপের সকলকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করব।