এএস কাজল(ষ্টাফ রিপোর্টার): ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নিজস্ব কার্যালয়ে বাজেট পড়ে শুনান চেয়ারম্যান আজাদ খান।পরে আনুষ্ঠানিক ভাবে তা উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর নিকট হস্তান্তর করেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায় গত ২৪ মে জনকল্যানকর ও গনমূখী বাজেট প্রনয়নের লক্ষে ইউনিয়ন পরিষদ বাজেট অনুমোদন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০১৮-১৯ সালের সম্ভাব্য বাজেট অনুমোদন দেওয়া হয়। ২৭ মে তা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়।৭ জুন আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
এক নজরে ৩নং চরভদ্রসন ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত বাজেটের সার সংক্ষেপ তুলে ধরা হলো বাজেটের আকার ৪ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮ শত ২৯ টকা,প্রত্যাশিত রাজস্ব আয়ের লক্ষ্য মাত্রা ১ কোটি ২৭ লক্ষ ৫১ হাজার ৬ শত ২৯ টাকা,উন্নয়ন অনুদান প্রাপ্তি ৩ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার ২০০শত টাকা,সম্ভাব্য ব্যয় ৩ কোটি ৯ লক্ষ ৩ হাজার ৩ শত ৪৫টাকা, উদ্বৃত্ত ৫৩ লক্ষ ১৮ হাজার ৪ শত ৮৫ টাকা।
এ সময় ইউপি সচীব,ইউপি সদস্য গন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।
Subscribe
Login
0 Comments
Oldest