সময় নিউজ ডেস্ক: ফরিদপুর চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আজিজুল হক এর প্রতি অনাস্থা জানানোর ঘোষনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের একাংশ। শুক্রবার বেলা ১২ টার সময় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভায় সিদ্ধান্তের পর সাংবাদিকদের এ বিষয়ে অবগত করেন সাধারন সম্পাদক আলহাজ্জ মো: কাউসার।
উপজেলা আওয়ামীলীগের পক্ষ হতে উপস্থিত সাংবাদিকদের লিখিত বক্তব্য পড়ে শুনান মো: কাউসার। উক্ত বক্তব্যে সভাপতির বিরুদ্ধে দূর্নীতি, স্বজনপ্রীতি, মতার অপব্যবহার সহ অর্থের বিনিময়ে এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সাথে কাজ করার অভিযোগ করেন। যা দলের গঠনতন্ত্র লংঘন এবং সুস্পষ্ট দলের ভাবমুর্তি ও শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং তা সংগঠন বিরোধী বলে জানান তিনি।
তিনি আরও জানান উপজেলা আওয়ামীলীগের ৬৭ সদস্যের কমিটির মধ্যে ৪৫ জন উপস্থিত হয়ে সভাপতির প্রতি অনাস্থা জ্ঞাপন করা হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার অনুরোধ জানান।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আজাদ খান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম,ইসাহাক মিয়া,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম,ছাত্র লীগ সভাপতি বেলায়েত হোসেন রুবেল, যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: জুয়েল রানা প্রমূখ।
উপজেলা আ.লীগের সভাপতি আজিজুল হক এর সাথে যোগাযোগ করে অনাস্থার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন দলে চাটুকার থাকলে তাদের কারণে ত্যাগী নেতাদের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ আসতেই পারে। ৪৫ বছর সভাপতির জীবনে বড় পাওয়া হবে বহিস্কারের সার্টিফিকেট। স্বতন্ত্র সাংসদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।
Subscribe
Login
0 Comments
Oldest