চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ শিকারের দায়ে ১৫ অবৈধ ইলিশ শিকারীকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট মো. রাকিবুজ্জামান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মালিক তানভির হোসন, সহকারী(ফিল্ড সুপারভাইজার) শামীম আরেফিন ও চরভদ্রাসন থানা পুলিশ।
আটককৃতদের কাছ হতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৯০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয় । আটককৃত জাল গোপালপুর ফেরী ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ স্থানীয় বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী,আবদুল শিকদারের ডাঙ্গী,এম কে ডাঙ্গী, হাজিডাঙ্গী, রিফাত কওমী মাদ্রাসা ও এতিম খানায় বন্টন করে দেওয়া হয়।
১৪ অক্টেবর রাত এগারোটা হতে ১৫ তারিখ সকাল ৮ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিজান চালিয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের জন্য এদের আটক করা হয় বলে জানা যায়।
আটককৃতরা হলেন চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের নতুন চর(বদ্দিডাঙ্গী) গ্রামের আক্তার মোল্যা(২৮),আনোয়ার হোসেন(২৬),জলিল মিয়া(২৮),সদরপুর উপজেলার সেলিম শেখ(২০),রাশেদ মোল্যা(২০),মো. ফারুক(২৫),আলামিন খান(৪৫),মো. রফিক(৩০),জলিল বেপারী(৫৫),রুবেল খালশী(৩২),রাসেল মোল্যা(৩২),বাবলু মৃধা(৪০),কুদ্দুস চোকদার(৫০),জিন্নাত মৃধা(৪৫),মো. শহিদুল(৪০)।