চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১১ টার দিকে দুস্থ ও প্রতিবন্দীদের মাঝে কাপড় ও আর্থিক অনুদান প্রদান করেছে হাজী আব্দুর রহিম কল্যান ট্রাষ্ট। চরহরিরামপুর ইউনিয়নের সমীর বেপারী ডাঙ্গী গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী আলমগীর কবীরের আর্থিক পৃষ্ঠপোষকতায় ট্রাষ্টটি পরিচালিত হচ্ছে।
উক্ত ট্রাষ্টের পরিচালক জাহাঙ্গীর কবির ও মোস্তফা কবিরের উপস্থিতিতে চরভদ্রাসন সদর ও ঝাউকান্দা ইউনিয়নের মোট ১১০ পরিবারের মাঝে একটি করে কাপড় ও ৫ শত টাকা সাহয্য প্রদান করা হয়। এছাড়া মাথা ভাঙ্গা গ্রামে ডাকাতের গুলিতে নিহত দুই পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় ট্রাষ্টের পক্ষ হতে।এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রসন উপজেলা প্রেস কাবের অর্থ সম্পাদক মো: মামুনুর রহমান,স্থানীয় মো: কামরুল হাসন ফিরোজ,শুভ সালাউদ্দীন মোল্যা প্রমূখ।
জাহাঙ্গীর কবীর জানান পর্যায়ক্রমে রমজানের মধ্যেই প্রতিটি ইউনিয়নে মোট ৬৫০ পরিবারের মাঝে একটি করে কাপড় ও ৫ শত টাকা করে বিতরন করা হবে।