চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে রবিবার দুপুর ২ টার দিকে সদর ইউনিয়নের লোহারটেক গ্রামে নির্মানাধীন ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন ফরিদপুর-চরভদ্রাসন সড়কে বেপরোয়া অটোবাইকের ধাক্কায় আহত হয় শিশু হাফসা(৮)।
পরিবারের সদস্যরা প্রথমে তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শারিরীক অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গোয়ালন্দ মোর নামক স্থানে বিকেল ৪ টার দিকে হাফসার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড লোহারটেক গ্রামের বাসিন্দা ওমর বিশ্বাসের ছোট মেয়ে হাফসা। সে স্থানীয় লোহারটেক গ্রামের সামারহিল কিন্ডার গার্ডেন স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন দুপুরে হাফসা খেলতে খেলতে দৌড়ে বাড়ির সামনের রাস্তা পার হতে যায় ফরিদপুর থেকে চরভদ্রাসন মুখি একটি অটো বাইক হাফসাকে সজোরে ধাক্কা দিলে সে পরে যায়। পরে অটোর পেছনের চাকা তার বুকের উপর দিয়ে উঠিয়ে দিয়ে পালিয়ে যায়।
বিমর্ষ ওমর বিশ্বাসের বলেন দুই বোন এক ভাইয়ের মধ্যে হাফসা ছিল সবার ছোট। ঈদের আগেই আল্লাহ ওকে কেড়ে নিল।ওর সাথে আর ঈদ করা হলো না।
রবিবার রাত ৮টার দিকে জানাজা শেষে হাফসাকে লোহারটেক কবরস্থানে দাফন করা হয়।
Subscribe
Login
0 Comments
Oldest