চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পরপর ৭ বারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী মৃধা(৯৬) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজীউন)। সোমবার রাত ৮ টার দিকে বালিয়া ডাঙ্গী গ্রামে তার নিজ বাসবভনে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন।
মঙ্গলবার বাদ জোহর চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সদর ইউনিয়নের হাজিডাঙ্গী মাদ্রাসার করস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে,পাঁচ মেয়ে, নাতী-নাতনী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে তার আত্বার শান্তি কামনা করে পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে ইদ্রিস আলী মৃধার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমীন ও উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।