চরভদ্রাসন প্রতিনিধি: “স্বয়ংসম্পূর্ন মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে সংবাদ সন্মেলন সম্পন্ন হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন এর সভাপতিত্বে ১৮ জুলাই বুধবার
উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সমকালের সাংবাদিক মোঃ আবুল কালাম,চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি মোঃমেজবাহ উদ্দিন,যায়যায়দিনের আব্দুস সবুর কাজল,ইত্তেফাকের মোঃ মুস্তাফিজুর রহমান(শিমুল)।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত স্থানীয় সাংবাদিক মোঃলিয়াকত আলী লাভলু,আব্দুল ওহাব মোল্যা,মোঃ আবুল মোল্যা,মোঃমনিরুল ইসলাম পিন্টু,মোঃমোরাদ হোসেন ও মোঃ শামীম আরেফিন উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী প্রমুখ।
বক্তারা ১৮জুলাই থেকে ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। উপজেলা মৎস্য অফিস জানায় বর্তমানে আমাদের দেশ স্বাধুপানির মাছ উৎপাদনে বিশ্বে ৪র্থ,সামুদ্রিক মাছ আহরনে বাংলাদেশের অবস্থান বর্তমানে বিশ্বে ২৫তম এবং মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রপ্তানি বৃদ্ধির ফলে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে ১,৩০৭.৭ মিলিয়ন যা টাকায় (বর্তমানে ৪,৬৬০.৬০ মিলিয়ন টাকা)। এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযক্তি সেবা সম্প্রসারন প্রকল্পের মাধ্যমে মৎস্যচাষ সেবাকে চাষীদের আরও দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা মৎস্য অফিস।