চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে মঙ্গলবার মাদকের অপব্যবাহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৮ খ্রিঃ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্তরের সামনে থেকে সকাল ১১ টার দিকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা সন্মেলন কক্ষে এসে শেষ হয়। সেখানে প্রায় ঘন্টাব্যাপী শিশু কিশোরদের মাঝে মাদক বিরোধী নাটিকা প্রদর্শন করা হয়।
পরে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, তানজিনা আক্তার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
“ শিশু ও যুবকদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ” এ মূল প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ থান, মোঃ ইয়াকুব আলী, আমীর হোসেন খান, এস.আই শাহীন, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও আবদুস সবুর কাজল প্রমূখ। সভাশেষে মাদক বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরুস্কৃত করা হয়।
উপজেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।