চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মহান বিজয় দিবস-২০১৮ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা জেসমিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন,থানা পরিদর্শক হারুন অর রশিদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দীন খালাশী ও আবুল কালাম মাষ্টার,গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী,বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে একটি মূল কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সার্থক করে তুলতে দলমত ভুলে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান সভাপতি।