চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর চরভদ্রাসন সদর ইউনিয়ন বনাম গাজিরটেক ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলাটি বুধবার বিকেল ৪টার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় গাজিরটেক ইউনিয়নকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চরভদ্রাসন সদর ইউনিয়ন ।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন ও বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মোঃ আব্দুর রশিদ প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ফরিদপুর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান,গাজিরটেক ইউপির মোঃ ইয়াকুব আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাশী,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আনোয়ার আলী মোল্যা ও ওসি তদন্ত মোঃ শফিকুর রহমান ও নানা শ্রেনী পেশার মানুষ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কেএম আনোয়ারুল। করিম
মাদক মুক্ত যুব সমাজ গড়তে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এ খেলাটি অনুষ্ঠিত হয়।