চরভদ্রাসনে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল ১৩ বছর বয়সী এক জেএসসি পরীক্ষার্থী। বুধবার দুপুর দুইটার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী গাজীরটেক ইউনিয়নে ওই শিক্ষার্থীর বাড়ি গিয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দেন।

জানা যায় ঐ কিশোরী চরভদ্রাসনের এক মাদ্রাসার শিক্ষার্থী। ঐ দিন ছিল তার পরীক্ষার শেষ দিন। কিন্তু পরীক্ষা দিতে না যাওয়ায় কর্তৃপক্ষ খোজ নিয়ে জানতে পারেন তার বিয়ের কথা।তখন তারা বিষয়টি চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানাকে জানান। জেসমিন সুলতানা একটি প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করায় তিনি এ বাল্য বিবাহ বন্ধ করার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী ওই কিশোরীর বাড়িতে গিয়ে এ বাল্য বিবাহ আয়োজনের প্রক্রিয়া বন্ধ করে দেন এবং ওই কিশোরীর বয়স ১৮ হওয়ার আগে বিবাহের আয়োজন করা হবে না মর্মে মুচলেকা নেন ওই কিশোরীর বাবা ও মায়ের কাছ থেকে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়কুব আলী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments