চরভদ্রাসনে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চরভদ্রাসন প্রতিনিধি:ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি আঃ ওহাব মোল্যার সার্বিক তত্বাবধানে ‘দৈনিক বাংলাদেশের খবর’ পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার মেইন সড়ক প্রদক্ষিনের পর সদর বাজারের মধ্যে উপজেলা পরিষদ মার্কেটের দ্বিতল ভবনে চরভদ্রাসন প্রেস কাব মিলনায়তনে এক আলোচনা সভা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন চরভদ্রাসন প্রেস কাবের সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।চরভদ্রাসন সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ বিলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এম.এ. হান্নান মিঞা। এছাড়া স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভাশেষে উপস্থিত সকলের অংশ গ্রহনে কেক কেটে ‘দৈনিক বাংলাদেশের খবর’ পত্রিকার জন্মদিন পালন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments