চরভদ্রাসনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দরিদ্র ও মেধাবী ১২১ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বৃত্তি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্য়ায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের হাতে তিনি এ অর্থ তুলে দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারী কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান প্রমূখ।

জানা যায় উপজেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব তহবিল হতে মাধ্যমিকে ৩৯ জনকে ১ হাজার,উচ্চ মাধ্যমিকে ৭৩ জনকে ২ হাজার,স্নাতকে ৮ জনকে ৩ হাজার করে ও এসএসসি তে জিপিএ ফাইভ প্রাপ্ত সুরাইয়াকে ৪ হাজার টাকা সহ মোট ২ লক্ষ ১৩ হাজার টাকা উক্ত শিক্ষার্থীদের প্রদান করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x