চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে শনিবার সকাল ৭টার দিকে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এ সময় তিনি এমপিডাঙ্গী স: প্রাথমিক বিদ্যালয় রক্ষায় ডাম্পিং কাজের অগ্রগতি দেখার পাশাপাশি,বালিয়া ডাঙ্গী,ফাজেলখার ডাঙ্গী ভাঙ্গন এলাকায় দ্রুত ডাম্পিং করার পদক্ষেপ গ্রহন করতে বলেন পাউবো প্রতিনিধিকে।
এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)রোকসানা রহমান,উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার,উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান,পাউবো উপ-সহকারী প্রকৌশলী জহিরুল হক প্রমূখ।
সামপ্রতিক নদী ভাঙ্গনে উপজেলার ভাঙন এলাকায় কয়েক ধাপে বালুর বস্তা দিয়ে ডাম্পিং করলেও গত ২ মাসে তীব্র শ্রোতের তোরে ফাজেলখার ডাঙ্গী স:প্রা:বিদ্যালয়,এমপিডাঙ্গী স্কুল সংলগ্ন ৬০ মিটার পাকা সড়ক,বালিয়া ডাঙ্গীর একটি মসজিদ,কয়েক হাজার গাছপালা, ফসলী জমি ও প্রায় অর্ধশতাধিক বসত ভিটা নদী গর্ভে সম্পূর্ন বিলীন হয়ে গেছে। চরভদ্রাসন সদর বাজার সংলগ্ন সরকারী কলেজ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে পদ্মার দূরত্ব রয়েছে মাত্র ৯৫০ মিটার।