চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে একই সময় বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম আদলত ও চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়(অস্থায়ী) এ অভিবাসী কর্মী উন্নয়ন প্রগ্রাম(ওকাপ) এর ভিন্ন ভিন্ন দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা’র সভাপতিত্বে উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহকে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন(২য় পর্যায়)প্রকল্পের কার্যাবলীর অবহিত করন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ জিএম বাদল আমীন। উপজেলা সমন্বয়কারী মো. ইফতেখার আলম গ্রাম আদালতের সেবা ও সুবিধার কথা প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন।
অপরদিকে সদর ইউনিয়নের বিএসডাঙ্গী গ্রামে চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে মানব পাচার প্রতিরোধ ও দমনে চরঝাউকান্দা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন ওকাপ চরভদ্রাসন কার্যালয়ের ফিল্ড অফিসার মো. সাব্বিরুজ্জামান ও ফিল্ড অর্গানাইজার মো. রেজাউল করিম।