চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে রবিবার দুপুরে চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এডভোকেট মোশাররফ হোসেনের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন গুলো এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা আওয়ামীলীগের সি: সহ-সভাপতি আজাদ খানের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শফিউদ্দীন খালশী,গোলাম মোস্তফা,যুগ্ম সম্পাদক কাশেম ফকির,স্বেছাসেবক লীগের সি: সহ-সভাপতি মো: সামসুদ্দীন,ছাত্রলীগ সভাপতি বেলায়েত হোসেন রুবেল।
ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ সংবিধান রচয়িতা কমিটির সদস্য,জেলা আ’লীগের সাবেক সভাপতি,সাবেক সংসদ সদস্য,সাবেক প্রাদেশিক সদস্য এডভোকেট মোশাররফ হোসেনের জন্য আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন হাজিডাঙ্গী মাদ্রাসা ও এতিম খানার মোহতামিম হাফেজ নোমান আল মনসুর।