চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রব মোল্যার ৩য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মডেল কিন্ডার গার্ডেন কেজি স্কুল প্রাঙ্গনে মরহুমের রুহহের মাগফেরাত কামনায় এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্য,আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। জানা যায় তিনি চরভদ্রাসন উপজেলার রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,মডেল স্কুল ও মডেল কিন্ডার গার্ডেন কেজি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।এছাড়া উপজেলার মৌলভীর চর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ অবদান ছিল তার।