গ্রেটার ঢাকা এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটিকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেন।
বকুল খান স্পেন থেকে: মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলরুমে গ্রেটার ঢাকা এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনায় কমিউনিউটির বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসীরা এতে অংশ সভাপতিত্বে এবং তরুণ সংগঠক তামিম ইকবাল ও সাঈদ আনোয়ার সঞ্চালনায় নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সিনিয়র সহ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ দুলাল সাফা, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ইলাম উদ্দিন পংকি, মোজাম্মেল হোসেন মনু, নূর হোসেন পাটোয়ারী, আবুল খায়ের, এস এম আহমেদ মনির, মোরশেদ আলম তাহের, এ কে এম জহিরুল ইসলাম, নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম, শেখ আব্দুর রহমান, মোঃ সায়েম, এসএম মাসুদ, মো. ইকবাল, মো. শাহ আলম, মমিনুল ইসলাম স্বাধীন, একরামুজ্জামান কিরণ, মাওঃ আসাদুজ্জামান রাজ্জাক,আয়ূব আলী সোহাগ, সৈয়দ আমিনুল হক আলন, খলিল খান, শাওন আহমেদ, নারী নেত্রী শামীমা হোসাইনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
সংবর্ধনায় গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি সোহেল ভূঁইয়া ও সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি’র কমিটির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমরা কাজের মাধ্যমে আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেয়ার চেষ্টা করবো।
অনুষ্ঠানের সভাপতি আল আমিন বলেন, এই কমিউনিটিতে যেই ভালো কাজ করবে আমরা তার পাশে থাকবো সর্বদা সবসময়।
এ সময় বিভিন্ন সংগঠন ও সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।