গোলাম মোস্তফা রাঙ্গা : ২৯ জুন শুক্রবার বিকাল ৩টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র-এ ৪র্থ ধাপ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (মহিলা) কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন নাগেশ্বরীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কুড়িগ্রাম সদরের উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, বেসিক কম্পিউটার কোর্সের বিভাগীয় প্রশিক্ষক কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, বহিরাগত কম্পিউটার প্রশিক্ষক মোঃ আব্দুস সোবহান সরকার, ব্যাটালিয়নের এপিসি মোঃ দেলওয়ার রহমান, মনিটরিং মাঠকর্মী শফিকুল ইসলাম সবুজ।
কুড়িগ্রাম জেলা ৯টি উপজেলা হতে ৩০ জন ভিডিপি মহিলা সদস্যা উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করেন। প্রশিক্ষণটি শুরু হয় ২১ এপ্রিল। সনদপত্র প্রদান কালে জেলা কমান্ড্যান্টের পক্ষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ৫০০ টাকা সমমূল্যের শেয়ার উপহার দেওয়া হয়।