কাতার প্রতিনিধি : পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি ও ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে প্রতি বছরের ন্যায় এবারে কাতারে সেন্টাল লিমোজিনের আয়োজনে ঈদ পূনমির্লনী অনুষ্ঠিত হয়েছে।
মাইজারে স্থানীয় একটি হোটেলে প্রবাসীদের মিলনমেলা পরিনত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু বক্কর এর তৎতাবধানে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, মারুফ হোসেন, মুনিম হোসেন, এনাম হোসেন, হেলাল চৌধুরী, রাসেল মিয়াসহ অনেকে।
এ সময় সেন্টাল লিমোজিনের উদ্যাক্তা বলেন, প্রবাসীদের কর্মস্থান সৃষ্টি করে এগিয়ে যাচ্ছে সেন্টাল লিমোজিন কম্পানি। আগামীতে এই ধারা অব্যহতি রেখে কাজ প্রত্যায় ব্যক্ত করেন তিনি।