বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দায় ১৭ই মে বৃহস্পতিবার জেদ্দা-কনসুলেটের নিজস্ব প্রাঙ্গণে এক প্রচারণামূলক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বি মিয়া, এমপি।
সভায় সংক্ষিপ্ত আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, এসময় তিনি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তির ধর্ম ইসলামে রোজা একটি পবিত্র মাস এবং মুসলমানদের জন্য কল্যাণময় এই মাস। তিনি উপস্থিত সকলকে স্বাগত জানান এবং অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন, আরো উপস্থিত কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারি, জেদ্দা মক্কা ও তাইফে অঞ্চলের বসবাসরত ভিবিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিবৃন্দ এবং প্রিন্ট ও এলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন,