রাজিউল হাসান পলাশ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২০ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব বেনজীর আহমদ এর পক্ষে বিশাল জনসভার আয়োজন করা হয়। আজ বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে ধামরাই পৌর এলাকার ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বায়রার সভাপতি সাবেক সাংসদ, ঢাকা ২০ (ধামরাই) আসনের আওয়ামী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি চান নাকি অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও, মানুষ খুন, এতিমের অর্থ আত্মসাৎকারীদের চান। নৌকা বিজয়ী হলে সারা দেশের উন্নয়ন সম্ভব। আগামী ৩০ শে ডিসেম্বর নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবারো জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি এ্যাডঃ খন্দকার আবুল কাশেম রতন, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন, সানোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু প্রমুখ।