ইতালিতে প্রথমবারের মত বড় আসরে সংগীত প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান “দি রাইজিং স্টার” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
নতুনদের প্লাটফর্ম তৈরি ও দেশীয় কৃষ্টি সংস্কৃতি বিদেশে ছড়িয়ে দেয়ার প্রত্যাশায় “দি রাইজিং স্টার” প্রতিভার সন্ধানে রোমের ভিত্তোরিওতে আয়োজকরা আনুষ্ঠানিক ভাবে এ অনুষ্ঠানের ঘোষনা দেন।
আয়োজকরা জানায় মিউজিক্যাল ট্যালেন্ট শো “দি রাইজিং স্টার” অডিশন রাউন্ড এ বছরের ডিসেম্বর থেকে শুরু হবে। এতে ইতালির যেকোন প্রান্তে থেকে প্রতিযোগিরা অংশগ্রহন করতে পারবে। তবে ইতালির প্রধান শহর রোম, মিলান, ভেনিস, বলোনিয়া, পালেরমো ও নাপলিতে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। যারা ইয়েস কার্ড পাবে তারা পরবর্তিতে সিলেকশন রাউন্ড এবং পরে রাজধানী রোমে গ্রান্ড ফাইনালে চূড়ান্ত প্রতিযোগি হিসেবে বিচারকদের সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে “দি রাইজিং স্টার” অর্থাৎ সেরা শিল্পী নির্বাচিত হবে।
সাড়া জাগানো The Rising Star কে সফল করতে স্পন্সর, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্বদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন আয়োজক প্রধান, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও এনটিভি ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান।
তিনি বলেন, ইভেনটি প্রতিভা বিকাশের সাথে ইতালিতে বাংলা সংস্কৃতির উপস্থাপন হবে, অন্য দিকে সুস্থ ধারার বিনোদনের মধ্য দিয়ে সকলের সহযোগিতায় সম্ভব হবে কমিউনিটিকে এগিয়ে নেয়ার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, অন্যতম আয়োজকদের মধ্যে এটিএন বাংলার ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ, সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানা, সংগীত শিল্পী মাহমুদুল হাসান সবুজ, শুভ ইমরান, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হুমায়ূন কবির ও বাংলা প্রেস ক্লাব, ইতালির প্রচার সম্পাদক মিনহাজ হোসেন।
ইতিমধ্যে নিজস্ব থিম সং এর সাথে ইতালির বিভিন্ন শহরের অংশ বিশেষ নিয়ে ফেসবুকে প্রচারিত মার্জিত একটি ভিডিও চিত্র আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও দি রাইজিং স্টার ইভেন্ট অনলাইন রেজিষ্টশন শুরু হয়েছে।
বি:দ্র: অনলাইনে রেজিষ্টশন করতে এই লিংকে ক্লিক করুন https://form.jotformeu.com/TheRisingStar/the-rising-star