বাংলাদেশ ইন ইতালী: আজ ২৪ সেপ্টেম্বর দুপুর ১২.৪৫ মিনিটে বহুল আলোচিত সালভিনির প্রস্তাবিত আইনটি মন্ত্রী পরিষদের অনুমোদন দেয়া হয়। আইনটি শীঘ্রই রাষ্ট্রপতির কাছে চুড়ান্ত অনুমোদনের জন্য প্রেরন করা হবে।
এই আইনের মাধ্যমে বর্তমান ইমিগ্রেশন আইনে বেশ কিছু পরিবর্তন আসবে।
মানবিক কারনে যেসব আবেদন গ্রহন করা হতো, এখন থেকে তা বিশেষ আবেদন হিসেবে অনেক সীমিত আকারে দেয়া হবে। আবেদনকারী ছোট খাট অপরাধ করলে তার আবেদন দ্রুত বাতিল করে দেয়া হবে।
অবৈধ অভিবাসীদের স্বদেশে প্রেরনের জন্য ২০১৮ সালে ৫০০হাজার ইউরো , ২০১৯-২০২০ সালের জন্য ১.৫ মিলিয়ন ইউরো বরাদ্ধ করার প্রস্তাব দেয়া হয়েছে।
যারা ইতিমধ্যে ইতালীয়ান নাগরিকত্ব পেয়েছেন, সন্ত্রাসী অপরাধের দায়ে তাদের নাগরিকত্ব বাতিল করা যাবে।
অবৈধদের ধরতে সরকার নতুন করে আরো ১০ হাজার সদস্যকে বর্তমান প্রশাসন নিয়োগ প্রদান করবে।
এছাড়া বর্তমানে বৈধভাবে বসবাসকারীদের দ্বারা অপরাধ সংগঠিত হলে (ড্রাগ, সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতি, মারামারি, সাইবার ক্রাইম ইত্যাদি) সৌজর্ন্য তথা বসবাসের অনুমতি বাতিল করা হতে পারে।