বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, “জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনাই হোক জন্মদিনের অঙ্গীকার।
সংগঠনের সহ সভাপতি হাবীব চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রোম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্চাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, রোমনরর্দ আওয়ামী লীগ ও নেত্তুনো আওয়ামী লীগ সহ অসংখ্য মুজিব আদর্শের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-বিএনপি ষড়যন্ত্র করে দেশের মানুষকে বোকা বানিয়ে বাংলাদেশকে বানাচ্ছে জঙ্গি রাষ্ট্র। বক্তারা আরও বলেন, দেশের সাথে শেখ পরিবারের রয়েছে অটুট বন্ধন। বঙ্গবন্ধুর মত শেখ হাসিনাকেও বাংলাদেশ থেকে আলাদা করা যাবে না। নেতাকর্মীদের প্রত্যাশা, খুব দ্রুতই এ আঁধার কেটে দেশে ফিরে আসবে, বাংলাদেশের ৫বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।