বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইয়েজলো শাখা গঠন করা হয়েছে। মোঃ স্বপন হোসেনকে সভাপতি এবং মানিক আলমকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম ও সাধারণ সম্পাদক আরফান মাস্টার ইয়েজলো শাখা কমিটির অনুমোদন করেন।
উল্লেখ্য, ইয়েজলো ভেনিসের একটি উপশহর।
মেসত্রের একটি বাংলাদেশি রেষ্টুরেন্টে আয়োজিত কমিটি অনুমোদন সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, উপদেষ্টা আকতার মোল্লা, সহসভাপতি হারাজ দেওয়ান, যুগ্মসম্পাদক ফারুক মালত, আবুল কাশেম, মিথুন মাঝি, মনসুর পেদা, নজরুল ইসলাম, প্রমূখ।