প্রকৃতির ছোঁয়ায় প্রবাস জীবনে সতেজ ও প্রাণবন্ত করে তুলতে চাঁদপুর জেলা সমিতি, ইতালির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক মিলন মেলা।
ইতালির রোমে অন্যতম সংগঠন চাঁদপুর জেলা সমিতির সভাপতি নাসির উদ্দীন মানিক, সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন, সহ সভাপতি মোঃ খাজা আহমেদ, জসিম উদ্দিন শিপলু , খায়রুল ইসলাম, সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন , বিক্রম মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন জনি, ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা সম্পাদিকা ফারহানা মাহমুদা এবং মোহছেনা ইসলাম কনা সহ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলন মেলায় সম্মানিত সদস্য মোয়াজ্জেম হোসেন মিয়াজীর সার্বিক সহায়তায় আপ্যায়নে ছিলেন শেখ সাদী ও মেহেদি হাসান।
সবুজে ঘেরা প্রকৃতির মাঝে অনুষ্ঠিত মিলন মেলায় সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আলি আযম সহ বাংলাদেশ সমিতি সহ রোমের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় আয়োজকরা আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। আগামীতে ঐক্যবদ্ধ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখতে আরও বড় পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। আয়োজন ঘিরে সকল বয়সীদের খেলা এবং যেন ছিল অফুরন্ত বিনোদন। পরিবার সহ প্রবাসী বাংলাদেশীদের নিয়ে এমন আয়োজনে আনন্দ বিনোদনের পাশাপাশি সৃষ্টি করে আন্তরিক বন্ধনও, এমনটাই মনে করেন আয়োজকরা।