মনির মোল্যা : ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া কদমতলা বিপ্লবী যুব সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার সময় চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে খেলায় হেলেঞ্চা ফুটবল একাদশ বনাম বোয়ালমারী ফুটবল একাদশ অংশ নেয়। ৯০ মিনিটের সময়সীমা শেষ হলে ২-১ গোলে এগিয়ে থেকে হেলেঞ্চা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলোয়ারদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক।
অনুষ্ঠানে কদমতলা সংগঠনের সভাপতি মিলন শিকদারের সভাপতিত্বে এবং শাহিন মল্লিক ও আমিনুর রহমান লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আকরামুজ্জামান রুকু মৃধা, ১নং বুড়াইচ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, পাঁচুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম ওবাইদুর রহমান (জাফর মিয়া) ও চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শরাফাত শিকদার (লিটু) প্রমুখ।
খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলকে পুরষ্কার তুলে দেন।