ফারুক আহাম্মেদ মোল্লা : আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বেলজিয়াম আওয়ামী যুবলীগ। সাধারণ সম্পাদক আরিফ উদ্দিনের, সঞ্চালনায় বেলজিয়াম যুবলীগের সভাপতি খালেদ মিনহাজের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন বেলজিয়াম আওয়মিলিগের সভাপতি সহিদুল হক বিশেষ অতিথি সবইউরোপিয়া আওমিলিগের প্রচার সম্পাদক খোকন শরিফ, বিশেষ অতিথি ছৈয়দ মোসাদ্দেকুর রহমান খোকা – (সভাপতি- ঘাতক দালাল নির্মূল কমিটি) বেলজিয়াম। ব্যক্তব্য রাখেন বাবু বিধান দেব সহ সভাপতি- বেলজিয়াম আওয়ামী লীগ, হুমায়ুন মাকসুদ হিমু, সহ সভাপতি বেলজিয়াম আওয়ামী লীগ, আক্তারুজ্জামান আক্তার – প্রচার সম্পাদক, বেলজিয়াম আওয়ামী লীগ, এম এম মোর্শেদ, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বেলজিয়াম যুব লীগ।
ব্যক্ততারা বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১৯৭২ সালে ১১-ই নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি আদর্শের সংগঠন। বাংলার মেহনতি শোসন বঞ্চিত অবহেলিত নিপড়িত মানুষের কল্যাণে কাজ করার জন্য এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগের একটি সুসংগঠিত দল আওয়ামী যুবলীগ। আওয়ামীলীগের এই শক্তি সন্ত্রাস জঙ্গীবাদ যতদিন এই বাংলার মাটি থেকে নির্মূল না হবে ততদিন যুবলীগের পরিক্ষিত সৈনিকরা রাজপথে থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে প্রতিটি লড়াই সংগ্রামে অংশ গ্রহণ করেছে যুবলীগের নেতা কর্মীরা।
উপস্থিতি ছিলেন : সাইদুর রহমান খান (সাইদ) – যুগ্ম সম্পাদক -বেলজিয়াম আওয়ামী লীগ,
রাসেল মিয়া, মনির হোসেন হিরু শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বেলজিয়াম আওয়ামী লীগ,
এছাড়া আওয়ামী লীগের – ইস্রাফিল হোক, সোহেল পারভেজ, দিলরুবা বেগম, মামুন মীর সহ সভাপতি বেলজিয়াম আওয়ামী যুব লীগ, মোস্তাফিজুল আলম যুগ্ম সম্পাদক, বেলজিয়াম যুব লীগ, আব্দুর রহমান যুগ্ন সম্পাদক, বেলজিয়াম যুবলীগ। সম্মানিত সদস্য – মোহাম্মদ সোহান ও জাকারিয়া কাওসার প্রমুখ।