চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর শালিপুরে পূর্ব ধারাবাহিকতা অনুযায়ী সরকারী সিন্নী
পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতভর পালা গান অনুষ্ঠিত হয়েছে।
হরিরামপুর ইউপি চেয়ারম্যান আমীর হোসেন খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন,উপজেলা ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হুকুম আলী চোকদার,মোতালেব হোসেন মোল্যা প্রমূখ।
আমীর হোসেন খান জানান তাদের পূর্ব পূরুষ মো. কাজেম খান প্রতি বছর কার্তিক মাসের ৫ তারিখে সরকারী সিন্নী নামক এ অনুষ্ঠানের প্রচলন করেন। যা গত ৬৫ বছর ধরে বংশ পরম্পরায় পালন করেছে। সে ধারাবাহিকতায় তাদের বর্তমান বংশধরেরা এ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।এ দিনে তাদের বাড়ীতে অতিথিদের খাবারের ব্যাবস্থা করা হয় ও রাত ভর পালা গানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. পিন্টু খান।