২ জুলাই ঐতিহাসিক পিয়াচ্ছা রেপুবলিকায় বিএনপির গণসমাবেশের ডাক

গণতন্ত্রহীন বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আগামী ২ জুলাই সোমবার গণসমাবেশের ডাক দিয়েছে ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটি। গতকাল রোমের তরপিনাত্তারায় ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের পরিচালনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি নূরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, আবুল কালাম ও শাহজাহান ভূইয়া মিলন সহ সংগঠনের নেতাকর্মী এবং অঙ্গ-সহযোগি সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, আওয়ামী সরকারের বেপরোয়া গণহত্যা, গুম, খুন ও মিথ্যা মামলার মাধ্যমে দেশে কোন স্বাভাবিক পরিস্থিতি নেই। জনগনের ভোটাধিকার অথাৎ গণতন্ত্র আজ হারিয়ে গেছে। দেশের এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনে জনগনের রায় সুনিশ্চিত করার জন্য প্রয়োজন, বহি:বিশ্বে দেশের অরাজগতা সর্ম্পকে জানানো এবং দেশে-প্রবাসে ঐক্যবদ্ধ আন্দোলন।

আলোচনা থেকে বিশ্ববাসীর কাছে গণতন্ত্রহীন বাংলাদেশকে তুলে ধরতে আগামী ২ জুলাই সোমবার ইতালীর ঐতিহাসিক পিয়াচ্ছা রেপুবলিকায় গণ সমাবেশ এবং ইতালীয় সরকারের কাছে স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক গণসমাবেশে অংশগ্রহণ করার সম্ভাবনার কথাও সভা থেকে নেতৃবৃন্দ জানান।

এসময় ইতালী বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতিও সাধারণ সম্পাদক নিজ নিজ অবস্থান থেকে ব্যপক প্রচারণা করার অনুরোধ জানান। তারা বলেন, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা থেকে নি:শর্ত মুক্তির দাবী এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ইতালী থেকে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দলের প্রথম পদক্ষেপ, যার সমাপ্তি হবে জনগনের রায়ের মাধ্যমে গণতন্ত্রের মুক্তি‘র মধ্য দিয়ে।

 

আলোচনা শেষে রোমের তরপিনাত্তারা কেন্দ্রীয় জামে সমজিদে বাদ এশা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য এবং সম্প্রতি ইতালীতে দুইজন সিনিয়র নেতা চুন্নু দেওয়ান ও শিরন বেপারীর মৃত্যুতে বিশেষ দোয়া প্রাথনা করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments