মনিরুজ্জামান মনির: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বৃহত্তর ঢাকার কৃতি সন্তান হাসান ইকবালের ব্যাক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
রোমের তুসকোলানা‘র উমর জামে মসজিদে ২৪ জুন বৃহস্পতিবার বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে রাষ্ট্রদূত কুশল বিনিময় করেন এবং রমজানের শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বান জানান।
ইফতার মাহফিলে রোমের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী এবং ইতালী আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন সহ সামাজিক, আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মসজিদের ইমাম বলেন, মাহে রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনায় মসজিদের ইমাম, হাসান ইকবালের মরহুম মাতাপিতার আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা সহ মুসলিম বিশ্বে শান্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে সুবিশাল মসজিদে প্রায় ৫ শতাধিক মুসল্লি এক সাথে ইফতার গ্রহণ করেন ।