মনির মোল্যা: হাজারো নেতাকর্মীর ভালবাসায় শিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, সংসদ উপনেতা ফরিদপুর-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সোমবার (৩১ ডিসেম্বার ২০১৮) সকল ১০টা থেকে রাত পর্যন্ত ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুরে হামিদ মঞ্জিল সংসদ উপনেতার নিজ বাসভবনে হাজার হাজার নেতাকর্মী সাজেদা চৌধুরীকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন।
এসময় নেতাকর্মীদের উদ্যশে সাজেদা চৌধুরী বলেন, আমি আজীবন সালথা-নগরকান্দার মানুষের জন্য কাজ করেছি বাকি জীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন এ’বিজয় আমি সালথা-নগরকান্দা-কৃষ্টপুরের মানুষ উতশর্গ করলাম। আপনাদের যেকোন প্রয়োজনে আমার কনিষ্টপুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করবেন, সে সবসময় আপনাদের পাশে থাকবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের ধারা অব্যহত থাকে তাই আগামীতে দেশে আরো অনেক উন্নয়ন হবে। দেশের মানুষ প্রমান করে দিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নাই।
এসময় অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি কৃষিবৃদ শাহদাব আকবর লাবু চৌধুরী, উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন চৌধুরী সহ ফরিদপুর-২ আসনের হাজারো নেতাকর্মী ।