সেলিম আলম, স্পেন: নির্বিক কলম সৈনিক মাহমুদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা করেছে তরুন প্রজন্ম স্পেন। মাদ্রিদের স্থানীয় এক রেস্তোরায় এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশে সাধারন মানুষ ছাড়াও জাতির বিবেক হিসেবে পরিচিত সংবাদকর্মী ও সাংবাদিকরা বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছেন, গনমানুষের পক্ষে বা অন্যায় অবিচারের প্রতিবাদী দেশ প্রেমিক যে কেউ দেশে নিরাপদ নয় মন্তব্য করেন বক্তারা। সাংবাদিক বকুল খানের তত্বাবধানে এবং সায়েদ মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভা পরিচালনা করেন স্পেন বি এন পির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল। অন্যান্য দের মোধ্যে বক্তব্য রাখেন কবি সাংবাদিক মিনহাজুল আলম মামুন,আব্দুর রাজ্জাক, ইসলাম উদ্দিন পংকি,সিপার আহমেদ, হুমায়ুন কবির রিগ্যান,লুতফুর রহমান প্রমুখ।
বক্তারা গনতন্ত্রের অতন্দ্র প্রহরী সংবাদিক দের পুর্ন স্বাধীনতা প্রদান এবং মাহমুদুর রহমানের উপর হামলা কারীদের শাস্তি দাবি করেন।