বকুল খান, স্পেন থেকে: বাংলাদেশ জাতীয়বাদী যুবদল এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেন শাখার এক আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে । গত ২৯ অক্টবর বাংলা টাউন রেস্টুরেন্টে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রমিজ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন ,ফখ্রুল হাসান ।
সাধারন সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ,খুরশেদ আলম মজুমদার। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, . বি এন .পি . সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক মনু . নূর হুসেন পাটোয়ারী, আবুল খায়ের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক.সোহেল ভূঁইয়া , সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল,ও মোকলেছুর রহমান দিদার, এছাড়ারও বক্তব্য রাখেন .বিএন পি নেতা হেমায়েত খান , সোহেল আহমেদ সমছু্, মাহবুবুর রহমান ঝন্ট্, জাকিরুল ইসলাম , .মাইনুদ্দিন আহমেদ .শাওন আহমেদ , এস,এম মনির,.হুমায়ুন কবির রিগ্যান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন যুব্দলের যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন আহমেদ ।
প্রধান অতিথির বক্তব্যে স্পেন বি এন পি র সভাপতি খুরশেদ আলম মজুমদার .দেশে নেত্রী .খালেদা জিয়ার উপর প্রহসনের রায় প্রদানে আওয়ামীলীগের তীব্র সমালোচনা করে বলেন .সরকারের পায়ের তলায় মাটি নেই .দিশেহারা হয়ে উম্মাদের মতো একের পর এক মামলা দিয়ে যাচ্ছে ।দেশের মানূষ আজ গণ অভ্যুথানের অপেক্ষায় ।সারা দেশে আজ এ দুঃশাসনের বিরুদ্ধে একটি প্লাটফ্রম তৈরি হয়েছে।