মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র অন্তর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নগরকান্দায় মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা পরিষদের সদস্য মহিলা আ’লীগ নেত্রী অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগমের নেতৃত্বে নগরকান্দা-সালথা উপজেলা মহিলা আ’লীগের উদ্যোগে নগরকান্দার পাগলপাড়া বাজার প্রাঙ্গনে অন্তর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁঁসির দাবিতে ঘন্টাব্যপিী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অন্তর হ্যত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি সংম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে নগরকান্দা-সালথা উপজেলা মহিলা আ’লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী এই মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধ কর্মসুচী চলাকালে অন্তর হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত করে দ্রুত বিচাার আইনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য মহিলা আ’লীগ নেত্রী অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম, নিহত স্কুলছাত্র অন্তরের মা জান্নাতি বেগম,দাদি মিসেস হাসেম, মহিলা আ’লীগ নেত্রী মিনু বেগম,নাছিমা বেগম, ছালমা বেগম, পুরাপাড়া ইউনিয়ন মহিলা আ’লীগের নেত্রী কহিনুর বেগম,ফুলসুতি ইউনিয়ন আ’লীগ নেত্রী মিনতি, গট্রি ইউনিয়ন আ’লীগ নেত্রী রাফেজা বেগম,তালমা ইউনিয়ন পরিষদের সদস্য রাহেলা বেগম প্রমুখ।