মনির মোল্যা : ফরিদপুরের তালমায় চাঞ্চল্যকর স্কুলছাত্র অন্তর হত্যার ঘটনায় শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এসে কেন্দ্রীয় যুবলীগের সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. জামাল হোসেন মিয়া বলেন, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র আলাউদ্দীন মাতুব্বার অন্তরকে যারা নৃসংশভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। এই হত্যার সাথে জড়িত তাদের অনেকেই ধরা পড়ে নাই। যে খুনিরা এখনও পালিয়ে বেড়াচ্ছে, তাদের মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে গ্রেফতার করার জন্য পুলিশের কাছে জোর দাবী জানিচ্ছি।
শুক্রবার সকাল ১১ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পাগলপাড়া মোড়ে অন্তর হত্যাকারীদের ফাঁসির দাবীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্য তিনি আরো বলেন, আমাদের সবাইকে একত্রিত হয়ে অন্তরের হত্যাকারীদের খুজে বের করার জন্য পুলিশকে সহযোগিতা করতে হবে। মাননীয় সংসদ উপনেতার কনিষ্টপুত্র শাহদাব আকবার লাবু চৌধুরীর সাথে একমত পোষন করে বলছি, অন্তরের হত্যাকারীরা যত বড় শক্তিশালী হোক বা যে দলেরি হোক না কেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমি এই হত্যাকান্ডে জড়িত সকলের ফাঁসি চাই। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, অন্তরের মা জান্নাতি বেগম, অন্তরের দাদা ও মামলার বাদী সামচুল হক মাতুব্বার, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ ও নিহত পরিবারের সদস্যবৃন্দ।
পরে অন্তর হত্যাকারীদের ফাঁসির দাবীতে এ্যাড. জামাল হোসেন মিয়ার নেতৃত্বে বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারের কাছে হত্যাকারীদের ফাঁসির দাবী করেন অন্তরের মা, দাদী, ছোট ভাই, দাদা, পরিবারবর্গ ও এলাকাবাসী।
উল্লেখ্য, গত ৭জুন তারাবী নামাজ পড়তে গিয়ে অপহরণ হয় পাগলপাড়া গ্রামের গ্রীস প্রবাসী আবুল হোসেন মাতুব্বারের ছেলে ও স্কুল ছাত্র অন্তর। অপহরণের পরে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। গত ১৪জুন রাতে অন্তরের মায়ের কাছে মুক্তিপন দাবী করে পুলিশের উপস্থিতিতে ১ লক্ষ ৪০ টাকা নিয়ে যায় অপহরনকারীরা। পুলিশের প্রচেষ্টায় মোবাইল ইএম এর মাধ্যমে বুধবার দুপুরে অপহরনকারীদেরকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের সুত্রধরে ঐদিন রাত ১২ টার দিকে তালমা ইউনিয়নের মানিকদি গ্রামের চকের মধ্যে কাটাখালী খাড়ের পাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় অন্তরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, অপহরনের আধা ঘন্টা পরেই গলায় গামছা পেচিয়ে অন্তরকে হত্যা করে তাকে মাটিতে পুতে রাখে হত্যাকারীরা।