মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের রুহের মাগফিরাত কামনায় সালথায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় ফরিদপুর জেলার সালথা উপজেলার সালথা প্রেসক্লাবে আওয়ামী সাংস্কৃতি ফোরাম আসাফো সালথা উপজেলা শাখার আয়োজনে এদোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আসাফো’র কেন্দ্রিয় যুগ্ন-সাধারন সম্পাদক সেলিম মোল্যা, উপজেলা আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা আসাফোর আহব্বায়ক মনিরুজ্জামান মোল্যা, যুগ্ন আহব্বায়ক সাইফুল ইসলাম, আমিন খন্দার, মোহাদ্দেস হোসেন, আসাফো নেতা, হানিফ মাতুব্বার, জাহিদ হাচান এ্যামিলি প্রমুখ।
দোয়া মাহফিলে ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরীর সুস্থতার জন্য দোয়া করা হয়।