সিসিলিতে ২৬ জানুয়ারি আয়েবার ১৫তম ইসি মিটিং

মাঈনুল ইসলাম নাসিম : দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপের বিখ্যাত পর্যটন নগরী কাতানিয়াতে আগামী ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার অনুষ্ঠিত হবে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের (আয়েবা) কার্যনির্বাহী পরিষদের পঞ্চদশ সভা। সমুদ্র তীরের অভিজাত ভেন্যুতে দিনব্যাপী সভায় ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতারা অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, বর্তমানে ইতালিতে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সভার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বন্দরনগরী কাতানিয়া মিউনিসিপ্যালিটি সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।

২০১২ সালে গ্রিসের এথেন্সে প্রথম গ্র্যান্ড কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পর আয়েবা বিগত ছয় বছরে প্যারিসে অবস্থিত তার সদরদফতর থেকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যথাসময়ে সোচ্চার ও কার্যকর ভূমিকা পালন করার মধ্য দিয়ে আয়েবা ইতোমধ্যে ইউরোপের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের কাছে সমীহ জাগানিয়া সংগঠনে পরিণত হয়েছে। সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিন এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে আয়েবা ইউরোপের বিভিন্ন দেশের প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গেও নিবিড় সম্পর্ক স্থাপন করেছে প্রবাসীদের স্বার্থে।

২০১৫ সালে পর্তুগালের লিসবনে দ্বিতীয় গ্র্যান্ড কনভেনশনের ধারাবাহিকতায় তিন বছরের ব্যবধানে ২০১৮ সালে তৃতীয় গ্র্যান্ড কনভেনশন অনুষ্ঠিত হবার কথা থাকলেও অনিবার্য কারণে তা ২০১৯ সালে ইউরোপের কোনো একটি রাজধানী শহরে অনুষ্ঠিত হবে। আসন্ন এই কনভেনশনকে ঘিরে যাবতীয় প্রস্তুতি ও আনুষাঙ্গিক বিভিন্ন বিষয়াদি চূড়ান্ত হবে ২৬ জানুয়ারি সিসিলিতে আয়েবা কার্যনির্বাহী পরিষদের পঞ্চদশ সভায়। আয়েবা কার্যনির্বাহী পরিষদের এবারের সভাটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশে নতুন সরকার নবরূপে দায়িত্ব পালন শুরু করবে। প্রবাসীদের কল্যাণে নতুন সরকার যাতে সঠিক পলিসি নিয়ে কাজ করতে পারে, এজন্য সুনির্দিষ্ট বেশ কিছু প্রস্তাবনা থাকবে সিসিলি থেকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments