সিলেট বিভাগ ধানের শীষের প্রার্থীদের সমর্থনে ইতালীর রোমে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠি, ইতালীর আয়োজনে রসই রেষ্টুরেন্টে নিবার্চনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোম মহানগরের সাবেক দপ্তর সম্পাদক আরমান উদ্দিন এর সভাপতিত্বে ও ইতালী যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক মুকুল এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ফজলুর রহমান।
এছাড়াও প্রাধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ইউ.কে যুবদলের সহ সাধারন সম্পাদক শরিফুল হক সোহেল এবং বিশেষ বক্তা ইতালী যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম। এসময় বক্তারা বলেন, সিলেটের মাটি যেমন পবিত্র তেমনি রয়েছে খাটি বিএনপির সমর্থক। সিলেটের সকল আসনে বিএনপি জয় আনতে, ভোটের সর্ব শেষ মূহুত্ব পর্যন্ত সজাগ থাকতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মিনার আহমদ, রানা খান, ইতালি কেন্দ্রীয় বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, ইতালী বিএনপির সিনিয়র সহ সভাপতি আনিমুল ইসলাম সালাম, ইতালি কেন্দ্রীয় বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার নাছির, সহ সভাপতি নুরুল আফছার, দেলোয়ার হোসেন, ইতালি যুবদল সভাপতি মাহমুদুল হাছান সহ অনেকে।
বক্তারা বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে, তাদের সময় শেষ। আর তাই বিএনপি প্রার্থীদের উপর হামলা চালিয়ে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে যত অত্যাচারই করোক না কেন, আগামী ৩০ ডিসেম্বর দেশের জনগণ ধানের শীষকে জয়যুক্ত করে সঠিক জবাব দিবে।