সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিক শাখাওয়াত হোসেনের বাসায় দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শাখাওয়াত ঢাকাটাইমস্ ও সাপ্তাহিক এই সময়ের সিরাজদিখান প্রতিনিধি।
গতকাল সোমবার (২৭ আগস্ট) বিকালে এই চুরির ঘটনা ঘটে। এতে প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরির নিয়ে যায়।
এ ঘটনায় শাখাওয়াত হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, সোমবার বিকালে শাখাওয়াত হোসেনের ঘরের স্টিলের আলমারির তালার লক ভেঙে আলমারিতে রাখা চারটি আংটি, তিন জোড়া কানের দোল, একটি চেইন ও মোটরসাইকেলের চাবি নিয়ে যায় চোরেরা।
এলাকাবাসীরা জানান, গত জুলাই মাসে ঠিক একই কায়দায় চুরি হয় এক স্কুল শিক্ষিকার ঘরে। একের পর এক চুরির ঘটনা ঘটেই যাচ্ছে।
এর আগেও সিরাজদিখান গ্রামের ফালু মিয়ার ঘরে সন্ধ্যার সময় চুরি করতে গিয়ে গ্রামের লোকজন হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এক চোরকে। কিন্তু কোনো অদৃশ্য কারণে চোরকে ছেড়ে দেয়া হয়।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। চোর চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।