মোঃ শাখাওয়াত হোসেন, সিরাজদিখান মুন্সীগঞ্জ থেকে : সিরাজদিখানে-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলা হয়েছে।
শুক্রবার উপজেলার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আল মদিনা সমাজবাসীর আয়োজনে দিনব্যাপী এ ক্রিকেট খেলা হয়।
প্রতীকী সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ডের মধ্যে ফাইনাল খেলা হয়। খেলা শেষে সাউথ আফ্রিকা বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
আল মদিনা মসজিদের সভাপতি লোকমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাসিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, রতন শেখ, আনিসুর রহমান।