মনির মোল্যা : ফরিদপুরের সালথায় জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৩টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ ময়দানে এ নির্বাচনী সভার আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাকিম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরর্দার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোল্যা, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, কেন্দ্রিয় প্রজন্ম লীগের অভ্যর্থনা বিষয়ক সম্পাদক মনির হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা যুবলীগ নেতা সোহেল মাহমুদ, খন্দকার আমিনুর রহমান আমীন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফজলু মাতুব্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় লাবু চৌধুরী বলেন, ফরিদপুর-২, আসনে সৈয়দা সাজেদা চৌধুরীর কোন বিকল্প নাই। সালথা-নগরকান্দার মাটি সাজেদা চৌধুরীর ঘাটি। তিনি এঅঞ্চলে যে উন্নয়ন করেছেন তা অকল্পনীয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সাজেদা চৌধুরীকে পুণরায় বিজয়ী করুন।