মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পেয়েছেন। বুধবার (৫সেপ্টেম্বার) জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে।
২০১৬ইং সালের ৮ আগষ্ট সালথা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন মোবাশ্বের হাসান। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিন সালথার সাধারণ মানুষ তার কাছ থেকে সেবা গ্রহণ করতেন বলে এলাকাবাসী জানিয়েছেন। একজন সুদক্ষ নির্বাহী অফিসারের পদোন্নতি পেয়ে চলে যাওয়ার খবরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় ওঠেছে।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, সালথাবাসী আমাকে যে ভালবাসা দিয়েছে, সেটা কখনও ভূলার নয়। সরকারী বিধি মোতাবেক অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতি ও ফরিদপুরে যোগদানের আদেশ পেয়েছি।