মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ৩দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে মেলা স্টলে এ উদ্বোধণ অনুষ্ঠিত হয়।
উদ্বোধণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন, কৃষি সম্প্রসারণ অফিসার রিপন প্রসাদ সাহা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধণ শেষে ফলদ ও বৃক্ষ মেলার ২০টি স্টল পরিদর্শণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। আগামী বুধবার (২৫জুলাই) পর্যন্ত এই মেলা থাকবে বলে কৃষি অফিস জানিয়েছেন।